শনিবার ৪ মার্চ ২০২৩ - ১৩:০২
জাশনে শহীদে আজম

হাওজা /হযরত ইমাম হোসাইন (আ.)-এর জন্মদিন উপলক্ষে হাওজা ইলমিয়া আহলে-বাইত (আ.)এর ছাত্ররা হোসাইনী চিন্তাধারাকে পুনরুজ্জীবিত করার জন্য একটি মাহফিলের আয়োজন করেছে উক্ত মাহফিলে মুমিনদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মহানবী (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইনের মহান আত্মত্যাগ ধার্মিকদের ঈমান ও আকীদা বৃদ্ধি করেছে।

এ কারণেই কারবালার ঘটনার আলোকে মুমিনরা সবদিক দিয়ে সফল, পক্ষান্তরে মিথ্যাবাদীরা নিজেদের দুর্বলতার কারণে কারবালার ঘটনাকে লক্ষ্য হিসেবে রাখছে। তাই ন্যায়বিচার অনুযায়ী হোসাইনী চিন্তাধারাকে টিকিয়ে রাখার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তাই হযরত ইমাম হোসাইন (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে হুগলী ইমাম বারগাহতে হাওজা ইলমিয়ার ছাত্ররা হোসাইনের (আ.) সিরাত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি বিরাট মাহফিলের আয়োজন করেছে।

সদর: আলহাজ্ব হুজ্জতুল ইসলাম মাওলানা ডঃ সৈয়দ মহসিন রেজা আবিদী সাহেব কিবলা (হাওজা ইলমিয়া আহলে বাইত হুগলীর প্রধান)

সম্মানিত অংশগ্রহণকারী: ভারতের পশ্চিমবঙ্গের উলামা ও ইমাম জুমা।

উপস্থাপক : মাওলানা আবিদ রেজা মুহাম্মদ আবাদী সাহেব কিবলা

বিদেশী কবি:

১. জনাব শামীম ইলাহাবাদী

২. জনাব মেহেদী মির্জা পুরী

৩. জনাব কামাল ওয়ার্সি কানপুরী

৪. জনাব শরফ উত্তরালভী

৫. জনাব মুনওয়ার জালাল পুরী

৬. জনাব আতিশ বাজনুরি

৭. জনাব আতহার আফাক মুর্শিদাবাদী

স্থানীয় কবি:

১. আসগর রিজভী সাহেব

২. জনাব শিরাজ হোসেন

৩. নওশাদ আলী সাহেব

৪. জনাব আসিফ আলী জাহ

৫. জনাব আশফাক হোসেন

৬. জনাব আব্বাস গাদিরি

৭. জুলফিকার নাসির সাহেব

৮. জামাত আলী সাহেব

৪মার্চ, ২০২৩, শনিবার, এটি শুরু হবে ৯:০০ PM এবং শেষ হবে ৪:০০ AM ।

স্থান: হুগলি ইমামবাড়া, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত

পরিচালনায়: হুগলী ইমাম বাড়ার সদস্য ও হাওজা ইলমিয়ার ছাত্রবৃন্দ

যোগাযোগের নম্বর: 9831542924

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha